২০২৬ সালে ব্রাজিল কী বিশ্বকাপ খেলতে পারবে ? মঙ্গলবার মারাকানায় সেই প্রশ্নটাই নেইমারহীন ব্রাজিলের কপালে সেঁটে দিয়ে এল মেসির আর্জেন্টিনা। ম্যাচ ৬৩ মিনিটে নিকোলাস ওটামেন্ডির গোলে ম্যাচ জিতল আর্জেন্টিনা।
সেই সঙ্গে ৬৯ হাজার দর্শকের সামনে এক রাশ লজ্জা নেমে এলে ব্রাজিলের মুখে। বিশ্বকাপের যোগ্যতার ম্যাচে এই প্রথম ঘরের মাঠে হারল ব্রাজিল। তা-ও আবার আর্জেন্টিনার কাছে। এই হারের ফলে দক্ষিণ আমেরিকার গ্রুপে এখন শীর্ষে আর্জেন্টিনা। সাত নম্বরে ব্রাজিল।
কাতার বিশ্বকাপের পর টানা জয়ের রেশ থেমেছিল গত ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ হেরেই মারাকানায় এসেছিলেন মেসিরা। ব্রাজিলের বিরুদ্ধে গত ৩৩ বছরের পরিসংখ্যান বলছে, পরপর দুটি ম্যাচ জেতেনি নীল-সাদা ব্রিগেড। মঙ্গলবারের রাতের মারাকানায় সেই অসাধ্য সাধন করলেন মেসিররা। সেই সঙ্গে ব্রাজিলকে ঠেলে দিলেন এমন এক দূরহ কোণে।
নেইমার নেই। তার উপর চাপ বেড়েছে ভিনিসিয়াসের চোট। জুনিয়রও মাঠের বাইরে থাকবেন আরও দু সপ্তাহ। যার রেশ পাওয়া গেল গোটা নব্বই মিনিটে। প্রথম ৪৫ মিনিট একরকম ছিল। কিন্তু গোল খাওয়ার পর সাম্বা ভুলে গেল ব্রাজিল।