ফের দ্বৈরথে লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। মঙ্গলবার রাতে বিশ্বের দুই প্রান্তে দুটি আলাদা ম্যাচে নেমেছিলেন দুই ফুটবল তারকা। পিএসজির (PSG) হয়ে চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি মিস করেন মেসি। ঠিক তার ২ মিনিটের মাথায় রোনাল্ডোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। তা নিয়েই শুরু হয় নতুন করে তরজা।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের (UCL) শেষ ১৬-এর ম্যাচে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে নেমেছিল প্যারিস সাঁ জাঁ। পেনাল্টির সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ মিস করেন মেসি। ইনজুরি টাইমে এমবাপের গোলে জেতে পিএসজি। ঠিক ওই সময় ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রিংটনের বিরুদ্ধে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। খরা কাটিয়ে দীর্ঘদিন পর গোল পান CR7। টিম জেতে ২-০ গোলে।
আরও পড়ুন: ফের হার এসসি ইস্টবেঙ্গলের, আইএসএলের পয়েন্ট টেবিলে তিনে কেরল ব্লাস্টার্স
একই দিনে মেসির পেনাল্টি মিস আর রোনাল্ডোর গোল পাওয়া। এই নিয়ে সরগরম হয় সোশাল মিডিয়া। কে সর্বকালের সেরা ফুটবলার, তা নিয়ে চলে তরজা। ফিফার সর্বকালের দুই ফুটবলারকে নিয়ে ডিজিটাল যুদ্ধ শুরু করে দুই ফুটবলারের অনুরাগীরা।