চলতি মরশুমের ডার্বিতে ২-১ স্কোরলাইনে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এবার ইন্ডিয়ান সুপার লিগে এই প্রথম মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফ সি।
কোথায় দেখা যাবে ম্যাচ?
শনিবারের ডার্বি নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ হবে। যেহেতু ISL এর সব ম্যাচ দেখা যাচ্ছে স্পোর্টস ১৮-তে সেকারণে এদিনের ডার্বিও দেখা যাবে ওই চ্যানেলেই। এছাড়াও ডিডি বাংলা এবং কালার্স বাংলা সিনেমায় দেখা যাবে ম্যাচ।
পয়েন্ট টেবিল
পয়েন্ট টেবিলের বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে সবুজ মেরুন। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ৫ নম্বরে তারা এবং লাল হলুদ রয়েছে আট নম্বরে। তাদের দখলে ১১ পয়েন্ট।
শনিবার যুবভারতীতে হাবাস বনাম কুয়াদ্রাত, ডার্বিতে বদলার লড়াই দুই প্রধানের
১৫ দিন আগে সুপার কাপের ডার্বিতে হেরেছে মোহনবাগান। সেকারণে তাদের কাছে এই ম্যাচ বদলার। নিজেদের সেরা দেওয়াটাই লক্ষ্য সবুজমেরুনের। অন্যদিকে বিগত ২টো ডার্বি জিতে ইস্টবেঙ্গলের মনোবল তুঙ্গে। তারাও এই ডার্বি জিততে বদ্ধপরিকট।