কিংস কাপ খেলতে গিয়ে চোট পেয়েছেন কুরিয়ান আশিক। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। তাঁর চোট নিয়ে হতাশ মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। আইএসএলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দল। ফেরোন্দোর এবারের বাজি তিন দল। মোহনবাগান ছাড়া আর কারা, জানালেন নিজেই।
ফেরান্দো জানান, দল হিসেবে ওড়িশা ভাল টিম। মুম্বই সিটি এফসিও এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। তাঁদের স্কোয়াডও শক্তিশালী। ডুরান্ডের সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধেও নেমেছে মোহনবাগান। তাঁদেরকেও এবার আইএসএল জয়ীর তালিকায় রাখলেন ফেরান্দো।
আরও পড়ুন: এশিয়ান গেমসে দলঘোষণা ফেডারেশনের, নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী, কে বাদ পড়লেন!
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপ জিতেছে। ফেরান্দো বলেন, প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। টাপ সামলাতে পারলে সাফল্য আসবে। এই বছর দলের টিডি হাবাস। টিমকে রন্ধ্রে রন্ধ্রে চেনেন তিনি। তাঁর সঙ্গে আলোচনা করেই কাজ করতে চান ফেরান্দো।