EPL 2022 : ইপিএলের রং নীল, এই নিয়ে ষষ্ঠবার লিগ জিতল ম্যাঞ্চেস্টার সিটি, দ্বিতীয় লিভারপুল

Updated : May 23, 2022 06:48
|
Editorji News Desk

এই নিয়ে ছয় বার ইংলিশ ফুটবলের রাজা ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে ইপিএলের রং নীল করে দিল ম্যাঞ্চেস্টার। এক পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। এই দুই দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পেয়ে গেল তৃতীয় স্থানে থাকা চেলসি এবং চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম। টানা দু’বার ইপিএল জয় ম্যাঞ্চেস্টার সিটির।

এদিন ছিল ইপিএলে সব দলেরই শেষ ম্যাচ। লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে ম্যাচ শুরুর আগে পার্থক্য ছিল মাত্র এক পয়েন্টের। এমন অবস্থায় ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ম্যঞ্চেস্টার সিটি পিছিয়ে ছিল ০-২ গোলে। সেই সময় লিভারপুল ১-১ ব্যবধানে লড়ছে উলভসের বিপক্ষে। লিভারপুল সমর্থকরা আশায় বুক বাঁধছেন কোনও ভাবে যদি একটি গোল করে ম্যাচ জিতে নেওয়া যায়। পিছিয়ে থাকা ম্যাঞ্চেস্টারকে তা হলে টপকে যেতে পারত তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের আশা পূরণ হল না।

লিভারপুল শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জিতলেও ম্যাঞ্চেস্টার জিতে যাওয়ায় লিগ জেতা হল না সাদিয়ো মানেদের। রবিবার তিনি একটি গোল করে সমতা ফিরিয়েছিলেন। বাকি দু'টি গোল করেন মহম্মদ সালাহ এবং রবার্টসনের। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দু'টি গোল করেন গুন্দোগান এবং হার্নান্দেজ। ২০১৮-১৯ মরসুমেও এক পয়েন্টের ব্যবধানে লিভারপুল লিগ হারিয়েছিল ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে।

EPLLiverpoolMan City

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও