রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। সেমিফাইনালের দুই লেগে ৫-১ ব্যবধানে জয় সিটির। ১০ জুন ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে নামবে স্কাই ব্লু। প্রথমবার ইউরোপ সেরার সুযোগ ক্লাবের কাছে।
এখনও পর্যন্ত ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়েল মাদ্রিদ। বুধবার রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারায় সিটি। ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেন বার্নার্ডো সিলভা। ৭৬ মিনিটে গোল করে আকানজি। ইনজুরি টাইমে শেষ গোল করে দলকে জয় এনে দেয় জুলিয়ান আলভারেজ।
এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল ম্যান সিটি। ২ বছর আগে ফাইনালে চেলসির বিরুদ্ধে হারতে হয়েছিল তাঁদের। এবার ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পেপদের।