বাংলার ফুটবলে শোকের ছায়া। সুভাষ ভৌমিকের (Subhash Bhowmick) প্রয়াণের কিছুদিনের মধ্যেই বিদায় নিলেন আরেক ফুটবল তারকা সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। ফুটবলারের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন গভীর সমবেদনা।
এদিন টুইটারে শোকবার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "আজ অভিজ্ঞ ফুটবল তারকা সুরজিৎ সেনগুপ্তকে হারালাম। ফুটবল ফ্যানদের হার্টথ্রব ছিলেন তিনি। জাতীয় স্তরের স্পোর্টসম্যান। আর আদ্যপ্রান্ত ভদ্রলোক। আজীবন সুরজিৎ সেনগুপ্ত আমাদের মনে থেকে যাবেন। ওনার মৃত্যুতে গভীর সমবেদনা।"
আরও পড়ুন: প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত, ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন
গত ২৪ জানুয়ারি থেকে ইম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন সরজিৎ সেনগুপ্ত। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে মৃত্যু হয় তারকা ফুটবলারের। বয়স হয়েছিল ৭১ বছর।