অবসর ঘোষণা করলেন উরুগুয়ের কিংবদন্তী ফুটবলার লুইস সুয়ারেজ। শুক্রবারই শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। ১৭ বছর আন্তর্জাতিক ফুটবলে খেললেন তিনি। তাঁর নামের পাশে ৬৯টি গোল আছে। শেষ ম্যাচে গোল করেই শেষ করতে চাইবেন উরুগুয়ে তারকা।
দেশের হয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। ২০১০ সালে উরুগুয়েতে বিশ্বকাপ ফাইনালে তোলার নেপথ্যে ছিলেন তিনি। পরের বছর দেশকে কোপা আমেরিকা জিতিয়েছিলেন। এবার অবসরের সিদ্ধান্ত। সুয়ারেজ জানিয়েছেন, "শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলব। চোটের জন্য অবসর বা জাতীয় দলে সুযোগ পাচ্ছি না, এমন নয়। এটা ভেবেই শান্তি, যে নিজের ইচ্ছেয় অবসর নিতে পারছি। শেষ পর্যন্ত দেশের হয়ে ১০০ শতাংশ দিতে পারব।"
শুক্রবার প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে উরুগুয়ে। ২০২৬ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ চলছে। সেই ম্যাচে খেলছেন সুয়ারেজ। ১১ সেপ্টেম্বর উরুগুয়ের পরবর্তী প্রতিপক্ষ ভেনেজুয়েলা। সেই ম্যাচে থাকবেন না সুয়ারেজ।
চলতি বছরই লিওনেল মেসির হাত ধরে ইন্টার মায়ামিতে যোগ দেন লুইস সুয়ারেজ। তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় ইন্টার মায়ামি। ২০১৫-২০১৯, এই সময় বার্সেলোনায় থাকাকালীন লুইস সুয়ারেজ ও মেসির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। পরবর্তী কালে বার্সেলোনা ছাড়ার পরেও তাঁদের বন্ধুত্ব অটুট থাকে। কাতার বিশ্বকাপ জয়ের পরে সুয়ারেজের পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যায় মেসি ও তাঁর পরিবারকে। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে মেসির অনুরোধেই যোগ দেন সুয়ারেজ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, সুয়ারেজ ক্লাব ফুটবলে খেলবেন কিনা, তা এখনও জানা যায়নি।