ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম দিনই জয় লিভারপুলের। নতুন বছর ভাল ফুটবল না খেললেও জার্গেন ক্লপের টিম ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে।
নিউ কাসেল ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করলেন মহম্মদ সালেহ। প্রিমিয়ার লিগে পঞ্চম ফুটবলার সালেহ, যিনি একটি ক্লাবের হয়ে ১৫০-এর বেশি গোল করলেন।
ঘরের মাঠে এই নিয়ে ২২টি ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। প্রিমিয়ার লিগে গত ৫২টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে হেরেছে তাঁরা। এই মরশুমে ২০টি ম্যাচে ৪৫ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা।