ইংলিশ প্রিমিয়ার লিগের বড় জয় লিভারপুলের। অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতালেন ডারউইন নুনেস। এই জয়ের ফলে ইপিএলের শীর্ষেই থেকে গেল লিভারপুল। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট তাঁদের। এদিকে শনিবার ড্র করে চাপে চেলসি। বেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নামে নীল ব্রিগেড। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ব্যবধানে।
উরুগুয়ের নতুন তারকা নুনেস। পায়ের চোটের জন্য সব মাঠের বাইরে ছিলেন। মাঠে ফিরেই তাঁর গোলেই জিতল টিম। ম্যাচের পর ক্লপ বলেন, "এই ম্যাচ সহজ ছিল না। এরপরেও জয় পেয়েছে দল। যা প্রমাণ করে, লিভারপুল কতটা লড়াকু মানসিকতা নিয়ে খেলতে নামে।"
আরও পড়ুন: ধর্মশালা টেস্টেও দলে রজত পাতিদার, শর্তসাপেক্ষে সুযোগ পাবেন
এদিকে অ্যাওয়ে ম্য়াচে বেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নেমে প্রথমার্ধে গোল করেন জ্যাকসন। ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে ৫০ ও ৬৯ মিনিটে পরপর গোল করে এগিয়ে যায় বেন্টফোর্ড। অ্যাক্সেল দিসাসির ৮৩ মিনিটের গোল সমতা ফেরায় চেলসি। তবে ২৬ ম্য়াচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে চেলসি।