প্যারিস সাঁ-জাঁ এখন অতীত। আগামীদিনে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামবেন মেসি। বুধবার রাতে এই খবর নিশ্চিত হওয়ার পরেই মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির ম্যাচের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে।
সূত্রের খবর, আমেরিকার ঘরোয়া এই লিগে মিয়ামির ম্যাচের টিকিটের দাম বেড়েছে প্রায় ১৪০০ গুণ। তাতেও আকাল পড়েছে টিকিটের।
টেবিল পয়েন্টে সব থেকে নীচে রয়েছে ইন্টার মিয়ামি। কিন্তু মেসির কারণে টিকিটের দাম আগুন। জানা গিয়েছে, আগামী ২৬ অগস্ট নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে খেলবে এই দল। সেই ম্যাচে টিকিটের দাম শুরু হয় ২০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭০০ টাকা।
আরও পড়ুন - সত্যিই বার্সালোনায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু...কী কারণে বার্সাতে গেলেন না মেসি ?
এই ম্যাচে খেলতে পারেন লিওনেল মেসি। আর মাঠের একেবারে সামনে বসে মেসি ম্যাজিক দেখতে চাইলে টিকিটের জন্য খসাতে হচ্ছে ২০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা। শুধু এই ম্যাচ নয়, মিয়ামি যে ক'টি ম্যাচ খেলবে সব কয়টির টিকিটের দাম গগনচুম্বী।