গোল করেই মেজর সকার লিগ শুরু করলেন লিওনেল মেসি। লিগের ম্যাচে রেড বুলসকে দুই-শূন্য গোলে হারিয়ে এগারো ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। পরিবর্ত হিসাবে মাঠে নেমে মেজর সকার লিগে দলকে জেতাতে সাহায্য করলেন আর্জেন্টিনার অধিনায়ক।
দিয়াগো গোমেজের গোলে ম্যাচে এগিয়ে ছিল মায়ামি। তবে এই ম্যাচে মেসিকে দেখতেই মাঠ ভরিয়েছিলেন দর্শকরা। সকার লিগের ম্যাচে মেসিকে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন মায়ামি কোচ টাটা মার্টিনো। কিন্তু বুদ্ধি করেই দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসিকে তিনি মাঠে নামান।
ম্যাচের ৮৯ মিনিটে গোল করে দলকে জেতান মেসি। সেই সঙ্গে মেজর সকার লিগেও নিজের খাতা খোলেন। নতুন ক্লাবের হয়ে আট ম্যাচে মেসির ১১টি গোল হয়ে গেল। তাঁর হাত ধরেই কয়েক দিন আগে লিগস কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মায়ামি। সেটাই ডেভিড বেকহ্যামের ক্লাবের প্রথম ট্রফি।