পিএসজি-লিও মেসি বেতন-বিবাদ চরমে। ক্লাব কর্তৃপক্ষ আগামী মরশুম থেকে বেতন কমিয়ে তাঁকে ধরে রাখতে চাইলেও বেতন কমাতে রাজি নন বিশ্ব ফুটবলের রাজপুত্র। ক্লাব সূত্রে খবর, মেসির চাহিদা মেনে বেতন দিতে গেলে সমস্যায় পড়বে ক্লাব। সেক্ষেত্রে একজনের জন্য বাকি ফুটবলারদের বেতনে কোপ পড়বে। তাই তাঁরা মেসির সঙ্গে আলোচনার ভিত্তিতে চুক্তি পুনর্নবীকরণ করতে চাইছেন। কিন্তু নিজের বেতন কোনওভাবেই কমাতে রাজি নন এই আর্জেন্টাইন ফুটবলার। বেতন সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই মেসির বাবা ও এজেন্টের সঙ্গে আলোচনা চালাচ্ছেন পিএসজি কর্তৃপক্ষ।
অন্যদিকে, মেসিকে কিনতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি। মেসিকে কিনতে বিপুল অর্থের প্রয়োজনে হাত মেলাতে পারে মেজর সকার লিগে খেলা ২৯টি ক্লাব। ক্লাবগুলির তরফে খবর, যৌথভাবে মেসিকে কেনার পর তিনিই ঠিক করবেন, কোন ক্লাবে মেসি খেলতে চান।
আরও পড়ুন-