Lionel Messi: অধিনায়ক মেসির অভিষেক যুবভারতীতে, লিওর ভারত সফরের আগে ফিরে দেখা ২০১১-র ইতিহাস

Updated : Nov 21, 2024 10:12
|
Editorji News Desk

২০১১ সালের অগাস্ট মাস। ভিড়ে ঠাসা যুবভারতী ক্রীড়াঙ্গন। সবার চোখে-মুখে উত্তেজনা। কারও হাতে পোস্টার কারও হাতে প্ল্যাকার্ড। কারও হাতে আবার কাটআউট। ভক্তদের মেসি মেসি চিৎকারে তখন গমগম করছে সল্টলেক স্টেডিয়াম। ভিড়ের মাঝে কড়া নিরাপত্তার ঘেরাটোপে টিম বাস থেকে নেমে এলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তারপর একে একে গোটা দল প্রবেশ করল স্টেডিয়ামে। 

পেলে, মারাদোনা-সহ বহু কিংবদন্তীই কলকাতার মাটিতে পা রেখেছেন। কিন্তু ভারতীয় ফুটবলের ইতিহাসে যেন একটি বিশেষ অধ্যায় মেসির কলকাতা সফর। কারণ এই ম্যাচ মেসির ফুটবল কেরিয়ারে জুড়ে দিয়েছিল এক স্মরণীয় অধ্যায়। ততদিনে বার্সেলোয়ান রীতিমতো কিংবদন্তী হয়ে উঠেছেন মেসি। সেই সময়েই যুবভারতীর সবুজ ঘাসে ফুটবলের রূপকথা লিখেছিলেন লিও। 

কোনও প্রদর্শনী ম্যাচ খেলতে সেই বছর কলকাতায় আসেননি মেসি। বরং যুবভারতীর মাঠেই নীল-সাদা জার্সি গায়ে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। আন্তর্জাতিক এই ম্যাচে কলকাতায় ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। মেসির পা থেকে গোল না এলেও ওই ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা।

মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। এর মাঝে একবারও কলকাতা এমনকি ভারতেও পা রাখেননি লিওনেল মেসি। কবে ফের ভারতে আসবেন এই কিংবদন্তী? এই প্রশ্নের উত্তরে বিস্তর জল্পনা শোনা গিয়েছে।  আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজও কলকাতা থেকে ঘুরে গিয়েছেন। কিন্তু ভারতের মাটিতে পা রাখেননি মেসি। যদিও আশা ছাড়েননি মেসি ভক্তরা। 

এরমধ্যেই বড় ঘোষণা করলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমন। মন্ত্রী জানিয়েছে, ভারতে আসছেন ফুটবল বিশ্বের নয়নের মণি। সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর কথায়, '২০২৫ সালে ভারতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর সেই দলে থাকবেন লিওনেল মেসি। কেরল সরকারের তত্ত্বাবধানে এই ম্যাচের আয়োজন করা হবে।' যদিও, এই ম্যাচের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন সেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী। 

দীর্ঘদিন ধরেই মেসিকে কলকাতায় আনার চেষ্টা করছেন এক ক্রীড়া উদ্যোগপতি। কিন্তু তা সম্ভব হয়নি। জানা গিয়েছে, আগামী বছরে শুধু কেরলে নয়, কলকাতাতেও নাকি আসতে পারেন মেসি। আর এই খবর প্রকাশ্যে আসতেই ২০১১ সালের স্মৃতিচারণে মেতেছেন ফুটবল প্রেমীরা। চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। অন্যদিকে, কেরলে বহু ফুটবল ভক্ত রয়েছেন। তাঁদের মধ্যে সিংহভাগই আর্জেন্টাইন সমর্থক। কলকাতার উন্মাদনার পুনরাবৃত্তি কি দেখা যাবে কেরলে? সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা মাস।    

Lionel Messi

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও