বিশ্বকাপের আগেই গুঞ্জন উঠেছিল। এটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। কাতারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর সেই সম্ভাবনা উড়িয়ে মেসি জানান, তিনি অবসর নিচ্ছেন না। এত দিন পর সেই অবসর প্রসঙ্গে মুখ খুললেন মেসি। জানালেন, কাতারে আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলে, তিনি অবসর নেওয়ার কথাই ভেবেছিলেন।
আর্জেন্টিনার টেলিভিশন টিভি পাবলিকা-তে একটি সাক্ষাৎকারে মেসি জানান, ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মেসি। মেসি জানান, জাতীয় দলের জার্সিতে প্রত্যেক মুহূর্ত তিনি উপভোগ করেন।
ইন্টার মায়ামি ক্লাবে তাঁর নতুন চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন মেসি। সাক্ষাৎকারে জানান, তাঁর মানসিকতা পাল্টাবে না। আমেরিকাতেও নিজের ১০০ শতাংশ দিতে চান মেসি।