ইন্টার মিয়ামিতে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে লিওনেল মেসিকে নিয়ে। এবার নিজের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মেসি নিজেই। জানান, মায়ামিতে আসার আগে সৌদি প্রো লিগে খেলার কথাও ভেবেছিলেন। কিন্তু বেকহ্যামের অনুরোধ না ফেরাতে পেরেই ইন্টার মিয়ামিতে আসেন তিনি।
একটি সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর যা বয়স, তাতে বেশ কয়েকটি সম্ভাবনা খোলা ছিল। তবে সম্ভাবনা কতটা বাস্তবসম্মত, তাতে কতটা উপকৃত হতে পারি, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন মেসি। মেসি খোলাখুলি জানান, তাঁর প্রথম পছন্দ ছিল বার্সায় প্রত্যাবর্তন। কিন্তু এখনই তা সম্ভব নয়, বলে ভাবেননি তিনি। সৌদি প্রো লিগে রোনাল্ডো খেলেন। সেই লিগেও যাওয়ার কথাও ভেবেছিলেন।
মেসি জানিয়েছেন, সৌদি আরব তাঁর কাছে অজানা দেশ নয়। তিনি ওই দেশের পর্যটন দূতও। তাই ইচ্ছে ছিল যাওয়ার। কিন্তু প্রাক্তন অধিনায়ক বেকহ্যামের অনুরোধ ফেরাতে পারেননি। মেসি বলেন, "ওর সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। কিন্তু এমন প্রস্তাব পেতে পারি, তা ভাবতে পারিনি। ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়।"