মেজর সকার লিগের ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেবেন লিওনেল মেসি (Lionel Messi)। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। পিএসজির (PSG) পর কোন ক্লাবে যোগ দেবেন তিনি। অবশেষ জল্পনার অবসান। বেকহ্যামের ক্লাবেই যোগ মেসির।
সৌদি আরবের আল হিলাল মেসিকে কেনার জন্য তৈরি ছিল। বড় অঙ্কের প্রস্তাবও দেয় ওই ক্লাব। আবার বার্সেলোনায় মেসি খেলবেন কিনা, তা নিয়েও জল্পনা তৈরি হচ্ছিল। এবার প্রথম ইউরোপের বাইরের কোনও ক্লাবে খেলতে দেখা যাবে মেসিকে।
আরও পড়ুন: ওভালে ফের ঝটকা খেল অস্ট্রেলিয়া, এবার শামির বলে ফিরলেন লাবুশেন
দুদিন আগেই মেসির বার্সেলোনা জার্সি গায়ে ছবি পোস্ট করেন তাঁর স্ত্রী অ্যান্তোনেলা। তার ফলে জল্পনা বাড়ে, বার্সেলোনা ফিরছেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা কাটিয়ে ইন্টার মিয়ামিতে যোগ আর্জেন্টিনার অধিনায়কের।