Lionel Messi : মেসি জার্সি সোল্ড আউট ! চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছে অ্যাডিডাস

Updated : Dec 19, 2022 09:25
|
Editorji News Desk

রবিবার বিশ্বকাপের (Fifa world cup final 2022) ফাইনাল ম্যাচ । একইসঙ্গে এটাই মেসির শেষ বিশ্বকাপ । তাই, ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা বাড়ছে মেসি অনুরাগীদের মধ্যে । হাতে বেশি সময় নেই । ফাইনাল ম্যাচের আগে দেদার হারে বিক্রি হচ্ছে লিও-র ১০ নম্বর লেখা নীল-সাদা জার্সি (Messi Jersey) । এমনকী, চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছে জার্সি প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস (Adidas) । ইতিমধ্যেই নাকি সোল্ড আউট এলএম টেন জার্সি ।

জানা গিয়েছে, ,মেসির জার্সির চাহিদা বুয়েন্স আয়ার্স থেকে মুম্বই, কলকাতা...বিশ্বের সর্বত্র । অ্যাডিডাস মেসির ১০ নম্বর ও নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে, তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে । অর্ডার দিতে গেলেই দেখাচ্ছে সোল্ড আউট । লার্জ, মিডিয়াম, স্মল...সব সাইজের জার্সি আউট অফ স্টক । চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছে না অ্যাডিডাস । তারা জানিয়েছে, এত কম সময়ের মধ্যে নতুন জার্সি তৈরি করে তা বিশ্বব্যাপী সরবরাহ করা সম্ভব নয় । অপেক্ষা করতে হবে । কিন্তু, অপেক্ষা করার সময়ই যে আর নেই !

আরও পড়ুন, Lionel Messi : ফাইনালে নামার আগে অনুশীলন করলেন না মেসি, লিও-র চোট নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার গোলরক্ষক
 

উল্লেখ্য, মেসি ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে । ক্রোয়েশিয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই নিয়েই নব্বই মিনিটে মাতিয়ে দিয়েছিলেন লুসাইল স্টেডিয়াম। প্রায় ৪০ গজ দৌড়ে মনে করিয়েছিলেন মারাদোনাকে। কিন্তু খেলা শেষের পরেই লিও-পায়ে টান ধরে। তাই বাকিরা যখন ফাইনালে ওঠার উৎসবে মাতোয়ারা ছিলেন, তখন একা একাই মাঠ ছেড়েছিলেন মেসি। তাই ফাইনালের আগে উদ্বেগ খানিকটা বেড়েছে । তবে আর্জেন্টিনা শিবির থেকে আশ্বাসের ইঙ্গিত মিলেছে। দাবি করা হয়েছে, ম্যাচের আগে ফিট করে দেওয়া হবে মেসিকে। কারণ, মাঠের বাইরে থেকে নয়, জীবনের শেষ বিশ্বকাপে মাঠে নেমেই খেলবেন তিনি।

Lionel messiJerseyFIFA World CupArgentina

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও