ফুটবল ফর চেঞ্জ। ইংল্য়ান্ডে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশু ও তরুণদের পাশে দাঁড়াতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন জুডি বেলিংগাম, ট্রেন্ট আলেকজান্ডারের মতো ফুটবলার। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রায় ৩ লক্ষ পাউন্ড দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। পাশে দাঁড়িয়েছেন ইন্টার মিয়ামির যৌথ মালিক ও প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামও।
ফুটবল ফর চেঞ্জ- এই উদ্যোগের জন্য পাশে দাঁড়িয়েছেন একাধিক সংস্থা। শনিবার এই উদ্যোগের গালা ইভেন্ট আছে। তার আগে আলেকজান্ডার আর্নল্ড জানিয়েছেন, তরুণদের ইতিবাচক পথে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এটি অসাধারণ উদ্যোগ। এখন আরও বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।