Lionel Messi FIFA World Cup: শরীর ফিট, মন সুপার ফিট, এবার কাপ জেতাই লক্ষ্য, ম্যাচের আগে জানালেন মেসি

Updated : Nov 24, 2022 03:41
|
Editorji News Desk

সৌদি আরব ম্য়াচের আগে নিজের বাঁ-পায়ে একবার শান দিয়ে নিলেন লিও মেসি। কাতার বিশ্ববিদ্য়ালয়ের মাঠে এই প্রথম গোটা দলের সঙ্গে অনুশীলন করলেন। বিশ্বকাপে আজ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামার আগে মেসিও জানিয়ে দিলেন, সব ঠিক আছে। তাঁর বাঁ-পায়ে সামান্য় চোট রয়েছে। তাই দোহায় এসেও দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। এমনটাই শোনা যাচ্ছিল কানাঘুষো। সেই জল্পনাও ওড়ালেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি জানালেন, শরীর ফিট আছে। তবে স্বীকার করেছেন, তাঁর বাঁ-পায়ে হালকা একটা চোট ছিল। তা এখন সেরে গিয়েছে। 

শেষ বিশ্বকাপে আলাদা কোনও প্রস্তুতি। মেসি জানিয়েছেন, কিছুই করেননি। বরং রোজ যেমন করে অনুশীলন করেন, ঠিক সেইভাবেই কাতারে নিজেকে চাঙ্গা রেখেছেন। আসলে অনুশীলনে নয়, মাঠে নিজের খেলার বৈচিত্র আনতে চান লিও। গোটা আর্জেন্টিনাকে উদ্ধুদ্ধ করতে চান বিশ্বকাপটা জেতার জন্য। মেসি জানিয়েছেন, ২০১৪ সালে খুব কাছে এসেও তাঁরা বিশ্বকাপ পাননি। কিন্তু এবার সেটা মিস করতে চান না। তাই ফোকাস প্রতিটি ম্য়াচেই। 

মাঠে নামার আগে সৌদি আরবকে সমীহ করছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর মতে নব্বই মিনিটের মধ্য়ে অনেক কিছু ঘটতে পারে। একটা পাস, একটা ক্রস অনেক স্বপ্নকে বদলে দিতে পারে। আর তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না তিনি। আর্জেন্টিনা টিমকে অধিনায়কের বার্তা, দেখে শুনেই ম্য়াচ বার করতে হবে। বাড়তি ঝুঁকি নেওয়া চলবে না। 

Fifa world cup 2022Lionel messiSAUDI ARABQatar World Cup 2022Argentina

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও