Lionel Messi: ইন্টার মায়ামি ছাড়বেন লিওনেল মেসি, কোন ক্লাবে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক!

Updated : Sep 24, 2024 07:34
|
Editorji News Desk

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে লিওনেল মেসির। এরপর কি  মেজর সকার লিগ ছাড়তে পারেন মেসি! বেকহ্যামের ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন আর্জেন্টিনার অধিনায়ক! ২০২৩ সালের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। আড়াই বছরের চুক্তি ছিল তাঁর। আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি বাড়ানো নিয়ে ইন্টার মায়ামির সঙ্গে কথা বলেননি মেসি। তিনি ইন্টার মায়ামি ছাড়তে পারেন।

ফুটবল কেরিয়ারে আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজ়ে খেলা শুরু করেছিলেন মেসি। এই ক্লাবেই প্রথম নজরে পড়েন মেসি। এরপরই চলে যান লা মাসিয়া অ্যাকাডেমিতে। কেরিয়ারের শেষ দিকে এই ক্লাবে যোগ দিচ্ছেন মেসি। তবে মেসির আমেরিকা ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে। ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ। তার আগে আমেরিকার ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে ওই দেশে নিয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা একাংশের। বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদেরও লাভ বেড়েছে। এর আগে মেসি আমেরিকা ছাড়লে, ওই দেশের ফুটবলের ক্ষতি হবে। তাই মেসির সঙ্গে ইন্টার মায়ামি চুক্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

২০১৬ সালের একটি সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছিলেন, তিনি আর্জেন্টিনায় ফিরতে চান। মেসি জানান, "যদি আমাকে একদিন পরেই আর্জেন্টিনা যেতে হয়, আমি রাজি। নিউওয়েলের হয়ে এখনও খেলতে চাই।" তবে মেসি জানিয়েছেন, আর্জেন্টিনার বর্তমান অবস্থা খারাপ। রাস্তায় বেরোলে ছিনতাই হচ্ছে। কেউ কাউকে খুন করছে। সেখানে সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেসি।

২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর দেশের পরিস্থিতি অবশ্য খানিকটা বদলেছে। ফুটবলের হাত ধরে দেশের মানুষের মধ্যে ঐক্য এসেছে। আর্জেন্টিনার আর্থিক পরিস্থিতিও এখন অনেকটাই ভাল। তাই হয়তো আর্জেন্টিনায় ফেরার কথা ভাবছেন মেসি।

Inter Miami

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও