নিজের ঘর, নিজের সংসার, নিজের বার্সিলোনা, তিনি কোনও দিন ছাড়তে চাননি। বক্তা লিওনেল মেসি। আমেরিকায় এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে এসে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, কিন্তু এক রাতের মধ্যেই পরিস্থিতি বদলে গিয়েছিল। তাই তাঁকে প্যারি সাঁজায় যোগ দিতে হয়েছিল।
মেসি এই দাবি করলেনও, সেই সময়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল মেসিকে নিয়ে বার্সার ক্ষোভের কথা। মেসির বিরুদ্ধে অভিযোগ ছিল, দলের মধ্যেই সমান্তরাল দল তৈরির। তৎকালীন বার্সা কোচের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিলে আর্জেন্টাইন তারকার। তবে এটা ঠিক যে, নিজের প্রিয় ক্লাব ছাড়তে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল মেসিকে।
আরও পড়ুন : উয়েফার বর্ষসেরার তালিকায় মেসি, সঙ্গে বাকি কারা ?
পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিলেন যে মেসি বনাম বার্সিলোনা একসময় আদালত পর্যন্ত চলে যাচ্ছিল। সেই সময় মেসি জানিয়েছিলেন, তাঁর স্বপ্নকে তিনি আদালত পর্যন্ত নিয়ে যেতে চান না। তবে আমেরিকায় বসে বার্সা প্রসঙ্গে উসকে ফের পুরনো স্মৃতিকেই আঁকড়ে ধরতে চাইলেন মেসি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভাল লাগছে এটা ভেবে তাঁর ইন্টার মায়ামিতে খেলার সিদ্ধান্তে কোনও ভুলে নেই।
আগামী রবিবার এই মরশুমে প্রথমবার কাপ জয়ের হাতছানি রয়েছে ডেডিভ বেকহ্যামের দলের সামনে।