সব কিছু ঠিক থাকলে এই বছরের জুন মাসে ফের উপমহাদেশে আসতে পারেন লিওনেল মেসি। শুধু মেসি নন, আসতে পারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। তবে গঙ্গাপারে নয়, তাঁরা একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারে পদ্মাপারে। এমনটাই দাবি বাংলাদেশ ফুটবল সংস্থার। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থনের ভিডিও সহ একটি চিঠি দিন কয়েক আগে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে পাঠানো হয়েছিল। সেই ভিডিও দেখে আপ্লুত আর্জেন্টিনার ফুটবল কর্তারা। তাঁরা নাকি কথা দিয়েছেন, মেসিদের সঙ্গে কথা বলে, এই বছরের জুনে ঢাকায় দল পাঠাতে পারেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা কার বিরুদ্ধে খেলবে, সেটা আর্জেন্টিনাই ঠিক করে দেবে বলেও বাংলাদেশ ফুটবল সংস্থার দাবি।