কাতারেই তাঁর শেষ বিশ্বকাপ। তাই বাংলার বটতলা থেকে বুয়েন্স আয়ার্স সবার নজর তাঁর দিকেই। সেই লিওনেল মেসি কিন্তু দোহায় প্রথম দিন অনুশীলন করলেন না। মেসি কেন অনুশীলন করলেন না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে কী মেসি অসুস্থ ? খোলসা করেনি আর্জেন্টিনা দল। তবে মনে করা হচ্ছে, দোহায় বিশ্বকাপ খেলতে এসে ইতিমধ্যেই দলের দুই ফুটবলার চোট নিয়ে দেশে ফিরে গিয়েছে। তাই হয়তো মেসিকে প্রথম দিনের অনুশীলনে বিশ্রাম দেওয়া হতে পারে।
আরব আমিরশাহীকে পাঁচ গোলে হারিয়ে কাতারে বিশ্বকাপ খেলতে এসেছে আর্জেন্টিনা। শুক্রবার কাতার বিশ্ববিদ্য়ালয়ের মাঠে প্রথম অনুশীলন করতে নেমেছিল লিওনেল স্কোলানির দল। সব ক্যামেরা তাক করা ছিল মেসির পায়ের দিকে। কিন্তু মেসি কই ? কাতারে এসে এই মাঠে এসেছিলেন তিনি। কয়েক পাক হেঁটে ফিরে গিয়েছিলেন হোটেলে। কিন্তু শুক্রবার তাঁর দেখাই মেলেনি।
শুধু মেসি নন, শুক্রবার মাঠে নামেননি এই দলের আর এক সিনিয়র ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। এদিন সময়ের আগেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। মূলত প্রথম একাদশের কয়েক জন ফুটবলার ও রিজার্ভ বেঞ্চকে অনুশীলন করান তিনি। অনুশীলন শেষে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। মেসির মতো তারকা ফুটবলার রোজ অনুশীলন করবেন এটা ভাবাও ভুল। তাই শুক্রবার মাঠে আসেননি লিও। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।