নতুন বছরের প্রথম দিন ১০ জনের আর্সেনালকে (Arsenal) হারাল ম্যান সিটি (Man City)। তবে আর্সেনালের দুর্দান্ত ফুটবল নজর কেড়েছে সকলের।
ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) নতুন বছরের প্রথম ম্যাচে, ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে নেমেছিল আর্সেনাল (Arsenal)। প্রথমার্ধে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছাড়লেন বুকায়ো সাকারা।
ম্যাচের ৩১ মিনিটে তিয়ার্নির (Tierney) পাস থেকে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের গ্যাব্রিয়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যান সিটিকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ।
La Liga: অ্যাটলেটিকো-বার্সেলোনা-রিয়ালের একাধিক ফুটবলার আক্রান্ত করোনায়, লা লিগা নিয়ে বাড়ছে উদ্বেগ
ড্র দিয় হতে চলা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রড্রি হার্নান্ডেজ। শেষ বেলায় রড্রির গোলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন গুয়ার্দিওলার ছেলেরা। আর্সেনালকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে থেকেই নতুন বছর শুরু করল পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি।