বিশ্বকাপে রান্নাঘরেও মেসি। হ্য়াঁ বিশ্বকাপের বাজারেও এটাও হয়েছে। না বিউলির ডাল, পোস্ত নয়। মেক্সিকোর ম্য়াচ জয়ের উপহার হিসাবে গোটা দলকে রান্না করে খাইয়েছেন লিও মেসি। এই ম্য়াচের পর একদিন ছুটি পেয়েছিল দল। আর তাতেই কাতার বিশ্ববিদ্য়ালয়ের কম্পাউন্ডে রান্না ঘরে ঢুকে পড়লেন মেসি। আর দলের জন্য তৈরি করে ফেললেন বিফ বার্বিকিউ।
আসলে রান্নাও মেসির আর এক প্রেম। বাড়িতে সময় পেলেই ছেলে-বউয়ের জন্য কিছু না কিছু পদ তৈরি করে ফেলেন। তাই কাতার কোনও ব্য়তিক্রম নয়। আর মেক্সিকো ম্য়াচ আর্জেন্টিনা দলকে অনেক স্বস্তি দিয়েছে। তাই সময় পেয়েই দলের জন্য নিজের পছন্দের বিফ বার্বিকিউ বানিয়ে ফেলেন তিনি। আর বিফের যে কোনও পদ খেতেই ভালবাসেন তিনি।
বুধবার পোল্য়ান্ড ম্য়াচ। বিশ্বকাপে এই ম্য়াচ জিতলে নক-আউটে ওঠার ছাড়পত্র পাবে আর্জেন্টিনা। তাই তার আগে যতটা সম্ভব নিজেকে হালকা রাখার চেষ্টা করলেন মেসি। রান্নাঘরে ঢুকে নিজের প্রেমকেও একবার ঝালিয়ে নিলেন।