২৯ জুলাই মোহনবাগান দিবস। এইবার এই বিশেষ দিনে মোহনবাগান রত্ন দেওয়া হবে গৌতম সরকারকে। এমনই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
গৌতম সরকার ছাড়াও এবার জীবনকৃতি পুরষ্কার পাবেন শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ফুটবলার বিশাল কাইথ। সেরা ক্রিকেটারের পুরষ্কার পাচ্ছেন অর্ণব নন্দী। এই বছর দুদিন ধরে মোহনবাগান দিবস পালিত হবে। ২৯ জুলাই মহরম। তাই মূল অনুষ্ঠান হবে ৩০ জুলাই।
২৯ জুলাই মোহনবাগান গ্রাউন্ডে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ হবে। সেদিনই প্রকাশিত হবে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী। উপস্থিত থাকবেন সুব্রত ভট্টাচার্য।