আর সাত দেশ ঘুরে ফুটবল নয়। এবার একটি দেশেই হবে ইউরো। ফলে পুরনো মডেলেই ফিরছে ইউরোপ সেরার লড়াই। শনিবার জার্মানিতে হয়ে গেল আগামী বছরের গ্রুপ বিন্যাস। আগামী বছর ১৪ জুন থেকে জার্মানিতে হবে এই টুর্নামেন্ট। ফাইনাল হবে ১৪ জুলাই।
২৪টি দলের মধ্যে ২১টি দল যোগ্যতা পেয়েছে। বাকি তিনটি দল আসবে প্লে-অফ খেলে। এই ২৪টি দলকে ভাগ করা হয়েছে ৬টি গ্রুপে। গতবারের চ্যাম্পিয়ন ইতালি রয়েছে গ্রুপ বি-তে। তাদের সঙ্গে রয়েছে স্পেন, ক্রোয়েশিয়ার মতো শক্তিশালীরা। ব
আয়োজক জার্মানি গ্রুপ-এ তে। তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে তারা। গ্রুপ-এফে রয়েছে রোনাল্ডো পর্তুগাল। বিশ্বকাপ রানার্স ফ্রান্স শুরু করবে গ্রুপ-ডি থেকে। শেষ তিনটি গ্রুপে আসবে প্লে-অফ জয়ীরা।
গ্রুপ এ- জার্মানি, হাঙ্গেরি, স্কটল্যান্ড, সুইৎজারল্যান্ড
গ্রুপ বি- স্পেন, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ইতালি
গ্রুপ সি- ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি- ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, প্লে অফ জয়ী
গ্রুপ ই- বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া, প্লে অফ জয়ী
গ্রুপ এফ- পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে অফ জয়ী