Qatar World Cup Mbapee : এমবাপে জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব, বিশ্বকাপে পাঁচ গোল করে মেসিদের পিছনে ফেলে দিলেন

Updated : Dec 06, 2022 22:52
|
Editorji News Desk

সুস্থ হয়ে উঠুন। সবাই অপেক্ষা করছে। প্রার্থনা করছে। মাঠে নামার আগে সুদূর ব্রাজিলে ফুটবল সম্রাট পেলেকে এই বার্তা পাঠিয়েছিলেন। আর পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে বিশ্বকাপে তাঁর রেকর্ড ভেঙে দিলেন কিলিয়ান এমবাপে। সেইসঙ্গে মেসিদের পিছনে ফেলে কাতার বিশ্বকাপে পাঁচ গোল করে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার এই ফরাসি যুবক। ম্য়াচের ৭৪ এবং ৯১ মিনিটে তাঁর গোলেই হেরে গেল পোল্যান্ড। বলা ভাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হলেন এই বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপার সেজনিক। প্রথম বলটা আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু দ্বিতীয় গোলের ক্ষেত্রে তিনি ছিলেন শুধু দর্শক। কারণ টপ বক্স থেকে নেওয়া এমবাপের শটের ঠিকানা লেখা ছিল সেজনিকের বাঁ-দিকের টপ কর্নারে। কোথায় থামবে এই ছেলে ? জানা নেই। কেউ এখন জানতেও চাইছেন না। কারণ, প্য়ারিস ভেসে যাচ্ছে অকাল বড়দিনের আনন্দে। যেখানে স্যান্টা ক্লজের নাম কিলিয়ান এমবাপে। যাঁর বয়স মাত্র ২৩। 

পোল্যান্ড ম্য়াচে জোড়া গোল করতেই ভেঙে গেল বিশ্বকাপে নজির হয়ে থাকা পেলের রেকর্ড। এতদিন পেলেই একমাত্র ফুটবলার যিনি ২৪ বছর বয়সে আটটি গোল করেছিলেন। কিন্ত ২৩ বছর ১২ মাসের মাথায় এদিন এমবাপে সেই রেকর্ড ভেঙে দিলেন। দিন কয়েক আগেই এমবাপেকে নিয়ে প্রশ্ন তুলেছিল ব্রিটিশ মিডিয়া। তারা দাবি করেছিল, এ ছেলের যা মেজাজ, তাতে কয়েক বছরের মধ্যে যেন হারিয়ে না যায়। তাতে ফরাসি কোচ দিদিয়ের দেশঁ জবাব দিয়েছিলেন, দম্ভ থাকা ভাল। কারণ, মেজাজই মানুষকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। 

ঠিক, চার বছর আগে রাশিয়া যখন এমবাপে মাঠে নামিয়েছিলেন দেশঁ, তখন এই ছেলেটাকে প্রথম দেখায় মনে ধরেছিল মারাদোনার। সবাইকে বলেছিলেন, এমবাপের দিকে নজর রাখতে। তিনি নেই, কিন্তু রয়ে গিয়েছে তাঁর ধরে যাওয়া বাজি। যিনি আজ ছুটছেন। গোল করছেন। প্রয়োজনে গোল করাচ্ছেন। সত্যিই ক্লাব ফুটবলের বাইরে গিয়েও দেশের জার্সিতে সেরা প্যাকেজের নাম কিলিয়ান এমবাপে। 

Qatar World Cup 2022FranceFifa world cup 2022Mbappe

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও