শিলং লাজংকে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোটিং। ফলে আগামী মরশুমে আইএসএল খেলবে কলকাতার আরও এক প্রধান। এদিন অ্যাওয়ে ম্যাচে শিলঙের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় কলকাতার এই ক্লাব। আর দল জিততেই উৎসব শুরু হয় কলকাতার ক্লাবে।
নতুন নিয়মে আই লিগ জয়ীরা খেলবে আইএসএলে। ফলে এই প্রথম আইএসএলে খেলতে দেখা যাবে কলকাতার তিন প্রধানকে। এদিন অ্যালেক্স এবং এভজেনির গোলে ম্যাচ যেতে কলকাতার এই ক্লাব। এর আগে কলকাতার ক্লাব হিসাবে আই লিগের নজির ছিল মোহনবাগানের। এবার সেই তালিকায় মহমেডান স্পোর্টিং।
প্রথমে এগিয়ে যাওয়া। মাঝে হঠাৎ করে গোল খেয়ে যাওয়া। আবার দ্বিতীয়ার্ধে ফের গোল ম্যাচ বার করা। টানটান ম্যাচ জিতে আই লিগ চ্যাম্পিয়ন সাদা-কালো শিবির।