মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও এবার সাড়া দিল কলকাতা মেট্রো। সোমবার যুবভারতী স্টেডিয়ামে ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচের পর ইস্ট-ওয়েস্ট লাইনে শিয়ালদহের দিকে রাত ১০টার পরে থাকছে দুটি মেট্রো। খেলা দেখে নিশ্চিন্তে ফিরতে পারবেন সমর্থকরা।
সোমবার মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ৩০ ও ১০টা ৪০ মিনিটে দুটি মেট্রো থাকবে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে। কাদাপাড়া থেকে সাত মিনিটে শিয়ালদহে পৌঁছে দেবে এই দুই ট্রেন। পাশাপাশি ইস্টবেঙ্গল জানিয়েছে, ম্যাচ শেষের পর বাসও থাকবে। স্টেডিয়াম থেকে শহরের একাধিক দিকে বাস পরিষেবাও ব্যবহার করতে পারবেন সমর্থকরা।
আরও পড়ুন: ৪ ওভারে ৩ উইকেট, বড় মঞ্চে ফের সফল বাংলার তিতাস সাধু
এবার রাত ৮টায় আইএসএলের ম্যাচ। তাই খেলা দেখে ফিরতে অসুবিধা হতে পাারে সমর্থকদের। এর আগে শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্যের পরিবহণ দফতরের কাছে আবেদন করে মোহনবাগান। সেদিন রাতে একই অনুরোধ করে ইস্টবেঙ্গলও।