কলকাতা ডার্বি হচ্ছে। তার প্রাথমিক অনুমতি হাতে পেয়ে গেল আইএফএ। জানা গিয়েছে, বড় ম্যাচ করতে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থাকে অনুমতি দিয়েছে পুলিশ। বাকি রয়েছে রাজ্য সরকারের অনুমতি। ১৩ জুলাই লিগের ডার্বি। যুবভারতীকে মাঠ ধরেই এগানো দাবি করেছেন আইএফএ কর্তারা।
দুটি করে ম্যাচ থেকে বড় ম্যাচ খেলতে নামবে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। প্রথম দুটি ম্যাচে জিতে এই ম্যাচ শুরু করবে লাল-হলুদ। উল্টোদিকে প্রথম দুটি ম্যাচে ড্র করেছে সবুজ-মেরুন।
কলকাতা লিগের পরেই বাংলার ফুটবল প্রেমীরা তাকিয়ে থাকবে ডুরান্ড কাপের দিকে। ইতিমধ্যেই তার সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। এবারও একই গ্রুপে দুই প্রধান। ডুরান্ডের বড় ম্যাচ ১৮ অগাস্ট।