Daimond Harbour Football Club : অভিষেকের ডায়মণ্ড হারবারের টিডি কে ?

Updated : May 09, 2022 15:32
|
Editorji News Desk

সবকিছু ঠিক থাকলে ফের ময়দানে ফিরছেন আই লিগ জয়ী মোহনবাগানের (Mohun Bagan) স্প্যানিশ কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। ময়দানের দাবি, টেকনিক্যাল ডিরেক্টর (Tecnical Director) হিসাবে তিনি দায়িত্ব নিতে পারেন তৃণমূল সাংসদ (Tmc Mp) অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abishek Banerjee) ডায়মণ্ড হারবার ফুটবল ক্লাবের (Daimond Harbour Football Club)। মনে করা হচ্ছে, ১৫ মে পর কলকাতায় এসে দায়িত্ব নেবেন তিনি। এই বছর কলকাতা ফুটবলে প্রথম ডিভিশনে খেলতে নামবে ডায়মণ্ড হারবার ফুটবল ক্লাব।

গত পয়লা বৈশাখে দক্ষিণ ২৪ পরগনার বাটানগর স্টেডিয়ামে বার পুজো করে দলের আনুষ্ঠিক জার্সি উদ্বোধন করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ঘোষণা করেছিলেন, তাঁর লক্ষ্য আগামী দিনে ডায়মণ্ড হারবার ফুটবল ক্লাব আই লিগ খেলবে। জানা গিয়েছে, মোহনবাগানের প্রাক্তন কোচ কিবুতে পেতে বেশ খাটখোর পোড়াতে হয়েছে ডায়মণ্ড হারবার ফুটবল ক্লাবের কর্তাদের। কারণ, কোচিংয়ের জন্য বিদেশি বেশ কয়েক ক্লাবের সঙ্গে কথা চলছিল এই স্প্যানিশ কোচের। অবশেষে কিবু কলকাতায় আসতে রাজি হয়েছেন বলেই ডায়মণ্ড হারবার ক্লাবের কর্তাদের দাবি।

টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কিবু দায়িত্ব নিলে দলের কোচ হবেন বাংলার প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। আইএফএ’র (IFA) অনুমোদন পেয়েই শক্তিশালী দল গড়তে নেমে পড়েছে ডায়মন্ডহারবার এফসি। যেহেতু প্রথম ডিভিশনের দল, তাই বিদেশি ফুটবলার খেলানো যাবে না। ভাল দল গড়ার জন্য নির্ভর করতে হবে স্বদেশি ফুটবলারদের উপর। এক্ষেত্রে গত মরশুমে কলকাতা লিগে (Culcutta Football League) প্রিমিয়ার ডিভিশনে ভাল খেলা ফুটবলারদের দলে নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন কর্তারা।

kibu vicunaAbhishek BanerjeeFootball

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও