মরশুমের মাঝপথেই ধাক্কা। এই বছরের শেষেই লিভারপুলের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন যুরগেন ক্লপ। শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেলে এ কথা জানাল ব্রিটিশ ফুটবল ক্লাব। লিভারপুল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ জানিয়েছেন, গত নভেম্বরেই তিনি পদ ছাড়ার কথা ভেবে নিয়েছিলেন।
২০১৫ সালে লিভারপুলের ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন ক্লপ। গত ৯ বছরে তাঁর কোচিংয়ে ব্রিটিশ এই ক্লাব সাফল্যে শিখরে উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপের খেতাব রয়েছে লিভারপুলের ঘরে।
ওই সাক্ষাৎকারে ক্লপ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই তিনি মনে করেছেন কোচিং করার ইচ্ছা হারিয়ে যাচ্ছে। এই প্রভাব যাতে লিভারপুল ফুটবলারদের উপর না পড়ে, সেই কারণে মরশুম শেষেই সরে যাওয়ার কথা জানালেন।