টানটান লড়াই। তবু হারের হতাশা মাথায় নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে (East Bengal)। কারও চোখে জল, কারও মাথায় হাত। ১০ জনের মোহনবাগানকেও (Mohun Bagan) আটকাতে পারল না ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023 Final) হারের ক্ষত দগদগে হয়ে থেকে গেল শিবিরে।
এদিন ম্যাচে শুরু থেকেই মোহনবাগানের আক্রমণকে সমানে সমানে সমানে টক্কর দিয়েছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে সুযোগও তৈরি হয়েছে। কিন্তু নন্দকুমারের শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৬১ মিনিটে লাল কার্ড দেখেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। ৩০ মিনিট ১০ জনকে নিয়ে খেলতে হয় সবুজ-মেরুনকে।
আরও পড়ুন: নায়ক পেত্রাতোস, ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পরে ডুরান্ড জয় মোহনবাগানের
কিন্তু ডিফেন্ডার নামানোর পরিবর্তে জুয়ান ফেরান্দো নামান কামিংস ও লিস্টন কোলাসোকে। আর আক্রমণের চেহারাই বদলে যায়। ৭০ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। আর সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল।