জর্ডন এলসের পরিবর্ত ফুটবলার খুঁজে পেয়ে গেল ইস্টবেঙ্গল। এবার লাল-হলুদের ডিফেন্স আগলাবেন জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহের।
২৬ বছরের এই তরুণ ফুটবলার সেন্টার ব্যাক। জর্ডন প্রিমিয়ার লিগের দল আল হুসেইন স্পোর্টিং ক্লাব ও ইরাক প্রিমিয়ার লিগের ক্লাব জাখো স্পোর্টিংয়ের হয়ে এর আগে খেলেছেন। গত মরশুমে ২৯ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫টি। জর্ডনের ক্লাবের হয়ে সুপার কাপও জিতেছেন।
আরও পড়ুন: পুষ্প বৃষ্টি, বাজল ঢাক ঢোল, বাড়ি ফিরলেন 'সোনা'-র মেয়ে, রিচাকে স্বাগত শিলিগুড়ির
ডুরান্ডের ফাইনালে চোট পান জর্ডন এলসে। এরপরই ছিটকে যান অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। এরপরই মাহেরের সঙ্গে চুক্তি নিশ্চিত করে ইস্টবেঙ্গল। ক্লাবে যোগ দিয়েই মাহের জানান, ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য তিনি তৈরি। কোচ ও ক্লাবকে ধন্যবাদ। কলকাতা ডার্বিতে নামার জন্য মুখিয়ে আছি।