বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন । বিভিন্ন দেশে, শহরে খেলেছেন । কিন্তু, কলকাতার মতো ভালবাসা কোথাও পাননি । এমনটাই জানাচ্ছেন অজি বিশ্বকাপার তথা মোহনবাগান সুপার জায়ান্টের (Mohunbagan Super Jiants) তারকা ফুটবলার জেসন কামিন্স (Jason Cummins) । তাঁর কথায়, কলকাতার সমর্থকদের মধ্যে আলাদাই একটা উন্মাদনা আছে, আবেগও যেন অন্য পর্যায়ে ।
ইন্ডিয়ান সুপার লিগের ইউটিউব চ্যানেলে কামিন্স বলেন, "আগেও অনেক বড় ক্লাবে খেলেছি, সেখানকার আবেগপ্রবণ সমর্থকদের দেখেছি। কিন্তু কলকাতার মতো এত আবেগপ্রবণ সমর্থক আর কোথাও দেখিনি! ওরা অক্লান্ত। হোটেলে, শপিং মলে বা রাস্তায়, প্রত্যেকেই ফুটবল অন্তপ্রাণ । ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে সবাই সমর্থক ! সকলে ফুটবল নিয়ে আলোচনা করছে, ম্যাচ নিয়ে কথা বলছে । দারুণ এক অভিজ্ঞতা । "
আরও পড়ুন, Rishabh Pant : নিজের ফিটনেস আপডেট দিলেন ঋষভ, কতটা সুস্থ হলেন ? দেখুন ভিডিও
বিভিন্ন দেশের বড় বড় ক্লাবে খেলেছেন জেসন কামিন্স । কাতার বিশ্বকাপে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁর । বিশ্বকাপার তকমা পেয়েছেন । সেই কামিন্স এখন মোহনবাগান সুপার জায়েন্টসে । গত মাসেই কলকাতায় এসেছেন তিনি ।
মোহনবাগানের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে কামিন্সের। নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্সের মতো নামজাদা ইপিএলের ক্লাবে খেলেছেন কামিন্স। পেশাদার ফুটবলে কামিন্সের গোল দেড় শতাধিক।