১৪ ম্যাচে ১৫ পয়েন্ট। ইন্ডিয়ান সুপার লিগে এখান থেকেই প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। আর সেই লক্ষ্যেই আজ, বৃহস্পতিবার টাটার মাঠে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামছে লাল-হলুদ। এই জামশেদপুরকে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচেও স্প্যানিশ কোচের ভরসা সেই ব্রাজিলীয় ক্লেটন সিলভা।
চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন লুকাস পার্দো। তাঁর পরিবর্তে এদিন মাঠে নামতে পারেন সার্বিয়া থেকে আসা নতুন ডিফেন্ডার অ্যালেকজান্ডার প্যানটিচ। এই ম্যাচের আগে কলিঙ্গ স্টেডিয়ামের কথা ভুলতে চান ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাতের কাছে, নতুন দিন, নতুন খেলা। তবে, ঘরের মাঠে জামেশদপুর যে কঠিন প্রতিপক্ষ, তা স্বীকার করেছেন স্প্যানিশ কোচ।
ইস্টবেঙ্গলের থেকে দু ম্যাচ বেশি খেলে জামশেদপুরের পয়েন্ট এখন ১৭। পয়েন্ট তালিকায় লাল-হলুদের থেকে ঠিক এক ধাপ উপরেই রয়েছে খালিদ জামিলের এই দল। পঞ্জাবকে চার শূন্য গোলে হারিয়ে এই ম্যাচ খেলবে জামশেদপুর। উল্টোদিকে হায়দরাবাদকে হারিয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল।
তার আগে বিনয়ী কুয়ার্দ্রাত জানিয়েছেন, এই ম্যাচে অনেক কিছু হতে পারে। কারণ, প্রতিপক্ষের কোচর নাম খালিদ জামিল। যাঁকে তিনি ভীষণ ভাবে শ্রদ্ধা করেন।