আইএসএলের(ISL 2022) খেতাবি লড়াইয়ে হার সবুজ-মেরুন শিবিরের(ATKMB)। লিগ-শিল্ড জিততে গেলে সোমবার প্রতিপক্ষ জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে অন্তত দুই গোলের ব্যবধান রাখতেই হত। জেতা তো দূর, ম্যাচে গোলই পেল না জুয়ান ফেরান্দোর(Juan Ferrando) ছেলেরা।
প্রথমার্ধে দু’দলই একের অপরকে পরীক্ষা করার রাস্তায় নেমেছিল। ৭ মিনিটের মাথায় শুভাশিসকে ফাউল করেন লালাওমাওমা। কিন্তু ফ্রি-কিকের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন লিস্টন কোলাসো। এর ১০ মিনিট পর জনি কাউকোর(Joni Kauko) শট আটকে দেন পিটার হার্টলি। ২ মিনিট পরে ড্যানিয়েল চিমার(Daniel Chima) হেড অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন অমরিন্দর সিংহ(Amrinder Singh)। মোটামুটি প্রথমার্ধে বল নিয়ন্ত্রণ করে সবুজ-মেরুনই। কিন্তু গোলটা পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে জামশেদপুর(Jamshedpur FC)। শুরুতেই গ্রেগ স্টুয়ার্ট শট নিয়েছিলেন। সফল হননি। কিন্তু ৫৬ মিনিটেই গোল পেয়ে যায় জামশেদপুর। স্টুয়ার্ট শট নিয়েছিলেন। তা এটিকে মোহনবাগান(ATKMB) ডিফেন্সে প্রতিহত হওয়ার পর বল চলে গিয়েছিল ঋত্বিকের(Ritwik Das) কাছে। চলতি বলেই শট নিয়ে অমরিন্দরকে পরাস্ত করেন তিনি।
আইএসএলের(ISL 2022) নিয়ম অনুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে সেই দুই দলের মধ্যে মুখোমুখি সাক্ষাতে কে জয়ের দিক থেকে এগিয়ে সেটা দেখা হয়। সেখানে সমান হলে দুই দলের মুখোমুখি সাক্ষাতের ভিত্তিতে গোল পার্থক্য দেখা হয়। সেই হিসেবে জামশেদপুর(Jamshedpur FC) প্রথম সাক্ষাতে ২-১ ব্যবধানে জেতায় এটিকে মোহনবাগানকে(ATK Mohun Bagan) সোমবার অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হত। আর সেখানেই আশাহত হলেন অগণিত সবুজ-মেরুন ভক্ত।