বিশ্বকাপের কোয়ালিফায়ার্সে নিয়মরক্ষার ম্যাচে তুরস্কের বিরুদ্ধে জয় ইতালির। মঙ্গলবার তুরস্কের বিরুদ্ধে ৩-২ গোলের ব্যবধানে জেতে তাঁরা। উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে ইতালি। পর্তুগালের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের আশা শেষ তুরস্কেরও। তবে এই জয় ভবিষ্যতে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে ইতালির।
এবার বিশ্বকাপে দেখা যাবে ফুটবল বিশ্বের ত্রয়ী মেসি, রোনাল্ডো ও নেইমারকে। আর্জেন্টিনা, পর্তুগাল ও ব্রাজিল আগেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখনও পর্যন্ত ৩২টি দেশের মধ্যে ২৭টি দেশের জায়গা নিশ্চিত। আগামী ১ এপ্রিল বিশ্বকাপের ড্র হওয়ার আগে আরও দুটি জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার কথা। বাকি তিনটি দেশ কারা হবে, তা জুন মাসের বিশ্বকাপ কোয়ালিফায়ার্স ম্যাচগুলির মাধ্যমে ঠিক হবে।
এখনও পর্যন্ত ইউরোপ থেকে বিশ্বকাপে চলে গিয়েছে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল। স্কটল্যান্ড,ইউক্রেন,ওয়েলস- এই তিনটি টিম থেকে একটি টিম যোগ্যতা অর্জন করবে। আফ্রিকা থেকে বিশ্বকাপে চলে গিয়েছে সেনেগাল, ক্যামেরুন, ঘানা, মরক্কো এবং টিউনিশিয়া। দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে গিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে। পেরু, কলম্বিয়া, চিলি - এই তিনটি টিমের মধ্যে একটি টিম যোগ্যতা অর্জন করবে।
এশিয়া থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, সৌদি আরব। অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একটি টিম যোগ্যতা অর্জন করবে। উত্তর আমেরিকা থেকে কানাডা যোগ্যতা অর্জন করেছে। আমেরিকা, কোস্টারিকা এবং মেক্সিকো আন্তঃদেশীয় ফাইনাল খেলবে। ওশিয়ানিয়া থেকে নিউজিল্যান্ড ও সলোমন আইল্যান্ড ম্যাচের বিজয়ী আন্তঃমহাদেশীয় ফাইনাল খেলবে।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ৩২টি দেশের মধ্যে ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকার ৫টি, দক্ষিণ আমেরিকার ৪টি, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ৩টি ও এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে ৪টি দেশকে যোগ্যতা অর্জন করতে হয়। বাকি তিনটি দেশ প্লে-অফ খেলে যোগ্যতা অর্জন করে।