শনিবারের বিকেলে যুবভারতীর মাঠে আইএসএল ফাইনাল। মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বই সিটি এফসি। কোথায় দেখা যাবে এই ম্যাচ? রইল হদিশ।
সাধারণত টেলিভিশনে আইএসএলের ম্যাচ সরাসরি দেখানো হয় স্পোর্টস ১৮ চ্যানেলে। তা ছাড়া জিয়ো সিনেম্যা অ্যাপেও আইএসএল দেখা যায়। তবে, শনিবার এই দুই জায়গা ছাড়াও আরও একজায়গায় ফাইনাল খেলা দেখা যাবে। বাঙালি দর্শকদের কথা মাথায় রেখে আইএসএল ফাইনাল দেখানো হবে কালার্স বাংলা সিনেমা চ্যানেলে।
আরও পড়ুন - টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা নয় ভারত, রোহিতদের টপকে 'ফার্স্ট বয়' কারা?