আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই যুবভারতীর মাঠে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ফাইনালে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। শনিবার সন্ধে ৭টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। ১৮ দিন আগে এই যুবভারতীর মাঠেই মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড ঘরে তুলেছিল বাগান। এবার এই প্রতিপক্ষের বিরুদ্ধেই আইএসএল জিততে মরিয়া সবুজ-মেরুন শিবির।
ডুরান্ড কাপ ও লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। কোচ হাবাসের তত্ত্বাবধানে প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে মোহননাগান সুপার জায়েন্ট। ১২টি ম্যাচের মধ্যে ১১টি ম্যাচেই জয় এসেছে। এবারে বাগানের লক্ষ্য আইএসএল। এই ম্যাচ জিততে পারলে তবেই ত্রিমুকুট আসবে বাগান শিবিরে।
আরও পড়ুন - টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা নয় ভারত, রোহিতদের টপকে 'ফার্স্ট বয়' কারা?
অন্যদিকে, ছন্দে রয়েছে মুম্বই সিটি এফসিও। বাগান আর মুম্বই ম্যাচে বাগান জিতেছে মাত্র ১টি ম্যাচ। আর মুম্বই জিতেছে ৬টি ম্যাচে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ফলে আগামী ম্যাচ জিততে দুই দলই মরিয়া।