ISL Derby 2024 : বুধ থেকে শুরু শনির ডার্বির টিকিট বিক্রি, হাউজ ফুলের অপেক্ষায় যুবভারতী

Updated : Oct 16, 2024 12:43
|
Editorji News Desk

একদিকে দেবীপক্ষ। অন্যদিকে আরজি কর আবহ। এর মধ্যেই ফের ফুটবল ফিরছে কলকাতায়। শনিবার, ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। যুবভারতীর সন্ধ্যায় মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল এফসি। আগেই এই ম্যাচের টিকিট অনলাইনে চলে এসেছিল। আজ, বুধবার থেকে শুরু হয়ে গেল ডার্বির কাউন্টার টিকিট। 

কোথায় গেলে পাওয়া যাচ্ছে ডার্বির টিকিট ? 

শহরের বেশ কয়েকটি জায়গায় গেলে মোহন-ইস্ট সমর্থকরা পেয়ে যাবেন বড় ম্যাচের টিকিট। বুধবার থেকে শনিবার পর্যন্ত কাউন্টার থেকে এই টিকিট মিলবে। এই চারদিন ইস্টবেঙ্গল সমর্থকরা টিকিট কাটতে পারবেন, তাঁদের ক্লাব তাঁবু এবং রুবি হাসপাতালের মোড়ের সামনে থেকে। সল্টলেক স্টেডিয়ামে গেলেও পাওয়া যাবে বড় ম্যাচের টিকিট। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স অফিস থেকে মিলবে ডার্বির টিকিট। প্রতিদিনই সময় থাকছে সকাল ১১টা থেকে সন্ধে ছটা। 

সবুজ-মেরুন সমর্থকরা এই একই সময়ে টিকিটের জন্য লাইন দিতে পারেন তাঁদের ক্লাব তাঁবুতে। সেখানে কাউন্টার টিকিট মিলবে বুধবার থেকে শনিবার সন্ধে ছটা পর্যন্ত। আর কেউ যদি স্টেডিয়ামে যান, তাহলে এক নম্বর গেটের বক্স অফিসে গেলেই বড় ম্যাচের টিকিট পেতে পারেন। সেখানে টিকিট পাওয়া যাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। 

শনিবার ঘরের মাঠে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল। কারণ, তারা এই ম্যাচের আয়োজক। এবার ডার্বির অনলাইনে টিকিটের দাম ৩০০, ৩৫০, ৪০০ এবং ৫০০ টাকা। তবে, কতটা তুঙ্গে টিকিটের চাহিদা ? ময়দান বলছে, এখনও তেমন ভাবে তুঙ্গে ওঠেনি। তবে, এটা তো ডার্বি ম্যাচ। তাই হাউজফুল হবে না, তা এখনই বলা যাচ্ছে না। 

টিকিট বিক্রির পাশাপাশি মহড়া শুরু হয়ে গিয়েছে দুই পক্ষের অন্দরে। সমর্থকদের স্বস্তি দিয়ে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামছেন ইস্টবেঙ্গল ফুটবলার আনোয়ার আলি। তাঁর শুনানি স্থগিত হয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও। টানা চার ম্যাচ হেরে এবার ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল। 

উল্টোদিকে তুলনামূলক ভাবে অনেকটাই স্বস্তিতে মোহনবাগান সুপার জায়েন্ট। দেবীপক্ষের শুরুতেই মিনি ডার্বি জিতে ফের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন স্প্যানিশ কোচ হোসে মলিনা। দাবি করেছেন, ধীরে ধীরে দল ফর্মে ফিরছে। বড় ম্যাচের আগে বড় খবর বাগান শিবিরে। চোট সারিয়ে পুরোপুরি ফিট বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সুস্থ হচ্ছেন সাহাল এবং আলবার্তো। 

ফলে অপেক্ষা এখন বল গড়ানোর। শনিবারের অপেক্ষায় প্রহর গোনা শুরু করল কলকাতা। অপেক্ষা ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের কিক-অফের। 

ISL 2024-2025

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও