১০ মার্চ কলকাতা থেকে সরতে পারে আইএসএলের ডার্বি। এমনটাই ইঙ্গিত বিধাননগর পুলিশের। শুক্রবার এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গলের সঙ্গে বৈঠকে বসেন বিধাননগরের পুলিশ কর্তারা। ওই বৈঠক থেকেই এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। কারণ, ওই দিন তৃণমূলে ব্রিগেড সমাবেশ রয়েছে। সেই কারণে ম্যাচের নিরাপত্তায় পুলিশ দেওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি ১০ মার্চ ব্রিগেডের মাঠে তৃণমূলের জনসভার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই সমাবেশ। আইএসএলের সূচি অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় ফিরতি ডার্বি। যা অভিষেকের ঘোষণার পরেই প্রশ্নের মুখে পড়ে।
সল্টলেক থেকে সরলে এই ম্যাচ কোথায় হবে, তা এখনও ইস্টবেঙ্গলের তরফে নিশ্চিত করা হয়নি। এই ব্যাপারে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলা হবে বলে দাবি লাল-হলুদ কর্তাদের।