আইএসএলের দ্বিতীয় ও শেষ পর্যায়ের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। খেতাবি লড়াইয়ে কবে কোন ম্যাচ খেলতে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। মহমেডানের ম্যাচই বা কবে! শনিবারই আইএসএলের প্রথম ডার্বি। টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে ডার্বি ১১ জানুয়ারি। এমনই জানিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। ১ ফেব্রুয়ারি মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বি খেলবে মোহনবাগান। আর ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে মহমেডান স্পোর্টিং।
আইএসএলের দ্বিতীয় পর্যায়ের সূচি
মোহনবাগান
২ জানুয়ারি- মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
১১ জানুয়ারি- মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
১৭ জানুয়ারি -জামশেদপুর এফসি বনাম মোহনবাগান
২৭ জানুয়ারি -মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি
১ ফেব্রুয়ারি -মহমেডান বনাম মোহনবাগান
৫ ফেব্রুয়ারি -মোহনবাগান বনাম পঞ্জাব এফসি
১৫ ফেব্রুয়ারি- কেরল ব্লাস্টার্স এফসি বনাম মোহনবাগান
২৩ ফেব্রুয়ারি- মোহনবাগান বনাম ওড়িশা এফসি
১ মার্চ- মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান
৮ মার্চ- মোহনবাগান বনাম এফসি গোয়া
ইস্টবেঙ্গলের সূচি
৬ জানুয়ারি- ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি
১১ জানুয়ারি-মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
১৯ জানুয়ারি- এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল
২৪ জানুয়ারি- ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স
৩১ জানুয়ারি-মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল
৮ ফেব্রুয়ারি- ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি
১৬ ফেব্রুয়ারি- মহামেডান বনাম ইস্টবেঙ্গল
২২ ফেব্রুয়ারি- পঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল
২৬ ফেব্রুয়ারি- ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি
২ মার্চ- ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি
৮ মার্চ- নর্থইস্ট ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গল
মহমেডানের সূচি
৩ জানুয়ারি- নর্থইস্ট ইউনাইটেড বনাম মহমেডান
১১ জানুয়ারি-বেঙ্গালুরু এফসি বনাম মহমেডান
১৫ জানুয়ারি- মহমেডান বনাম চেন্নাইয়িন এফসি
২৬ জানুয়ারি- মুম্বই সিটি এফসি বনাম মহমেডান
১ ফেব্রুয়ারি- মহমেডান বনাম মোহনবাগান
৮ ফেব্রুয়ারি- হায়দরাবাদ এফসি বনাম মহমেডান
১৬ ফেব্রুয়ারি- মহমেডান বনাম ইস্টবেঙ্গল
২০ ফেব্রুয়ারি- মহমেডান বনাম জামশেদপুর এফসি
২৮ ফেব্রুয়ারি- ওড়িশা এফসি বনাম মহমেডান
৪ মার্চ- এফসি গোয়া বনাম মহমেডান
১০ মার্চ- মহমেডান বনাম পঞ্জাব এফসি