সোমবার সেই দিন। বহু প্রতীক্ষার পরে অবশেষে আজ সবুজ ঘাসে স্বপ্নপূরণের রুপকথা লিখবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এগারো বছরে এই প্রথমবার দেশের এক নম্বর ফুটবল লিগ খেলতে মাঠে নামবে সাদা-কালো বাহিনী। গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়নেরা আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চলতি মরশুমের ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেডের।
কিশোর ভারতী স্টেডিয়ামের এই ম্যাচ নিয়ে ক্রমেই পারদ চড়ছে সমর্থকদের মধ্যে। গত কয়েক সপ্তাহ ধরে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন সাদা-কালো কোচ। ডুরান্ড জয়ীদের বিরুদ্ধে ম্যাচটা যে খুব একটা সহজ হবে না সেটা ভাল মতোই জানেন তিনি। বাংকারহিল ও শ্রাচী গ্রুপের সৌজন্যে আন্দ্রে চেরনিশভের টিমের মাঠে নামার অপেক্ষায় এখন প্রহর গুনছেন সকলে।
এই প্রথমবার ময়দানের তিন প্রধান- ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান একসঙ্গে আইএসএলের ময়দানে। যার ফলে মরসুম জুড়ে এবার অনুষ্ঠিত হবে মোট ছয়টি ডার্বি। কিন্তু চলতি আইএসএলে ময়দানের বাকি দুই তাবড় ক্লাব এখনও নিজেদের শক্তি প্রদর্শন করতে পারেনি।
আইএসএল-এর পঞ্চম মরসুমের প্রথম ম্যাচেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-১ হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। যা দেখে রীতিমতো চিন্তায় দর্শকরা।
অন্যদিকে, শুক্রবার জোড়া গোল করেও এগিয়ে থাকলেও বৃষ্টিভেজা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ পর্যন্ত মুম্বই সিটি এফসি-র সঙ্গে ২-২ ড্র করে এবারের আইএসএল শুরু করেছে বাগান কর্তৃপক্ষ।
ময়দানের দুই প্রধানের শুরুটা ভাল না হয়নি। ফলে ক্রমশই চাপ বাড়ছে মহামেডানের উপর। একেই প্রথম আইএসএল। তার উপর প্রতিপক্ষ জন আব্রাহামের নর্থ ইস্ট। সব দিক মাথায় রেখেই দলকে প্রস্তুত রাখতে চাইছেন চেরনিশভ।