আইএসএলের (ISL 2023) প্রথম দুটি ম্যাচেই জিতেছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants)। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। এই ম্যাচেও জিততেও মরিয়া সবুজ মেরুন শিবির। মোহনবাগানের এটিই প্রথম অ্যাওয়ে ম্যাচ হওয়ার কারণে বেশ কঠিন হবে বলেই মনে করছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো এবং মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।
প্রথম দুটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে হেরে গিয়েছে চেন্নাইয়িন। আগামী ম্যাচ তাঁদের ঘরের মাঠেই রয়েছে। ফলে নিজেদের ফর্মে ফিরে আসতে যে তাঁরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে তা আর বোলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন - ভারতে থাকতে কেমন লাগছে পাক দলের? মাঠে নামার আগে মুখ খুললেন বাবর
অন্যদিকে, কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন, ঘরের মাঠে হোম টিম বেশি সুবিধা পাচ্ছে। ফলে ম্যাচ কঠিন হবে সবুজ মেরুন শিবিরের জন্য। সেই কারণেই সতর্ক রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস। তিন পয়েন্টের জন্যই নামবেন তাঁরা।