চার বছর পর ভারতের মাটিতে ইন্টার কন্টিনেন্টাল কাপ (Inter Continental Cup)। প্রথম দিনই মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতে অভিযান শুরু করেছে ভারত। এই কাপ এশিয়ান কাপের প্রস্তুতি টিম ইন্ডিয়ার কাছে।
বিশ্ব ক্রমতালিকায় অনেকটাই পিছিয়ে মঙ্গোলিয়া। শুক্রবার প্রথম ১৪ মিনিটের মধ্যেই ২ গোল দিয়ে দেয় ভারত। আর ঘুরে দাঁড়াতে পারেন মঙ্গোলিয়া। ২ মিনিটের মাথায় ভারতকে গোল করে এগিয়ে দেন আব্দুল সামাদ। ১৪ মিনিটে দলের পক্ষ থেকে দ্বিতীয় গোল করেন লাললিয়ানজুয়ালা ছাংতে।
আরও পড়ুন: দাবি পূরণ না হলে এশিয়ান গেমস খেলবেন না, বয়কটের বার্তা সাক্ষী মালিকের
তবে গোটা ম্যাচে ভারতকে তেমন ছন্দে দেখা যায়নি। ব্যবধান বাড়ানোর জন্য বাকি ৮০ মিনিটে আর গোল করতে পারেনি টিম ইন্ডিয়া। সুনীল ছেত্রীও ফর্মে নেই। একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দল।