Mohammedan FC: সোমবার আইএসএলে প্রথম ম্যাচ মহমেডানের, কাদিরির না থাকা ভাবাচ্ছে সাদা-কালো ব্রিগেডকে

Updated : Sep 16, 2024 15:23
|
Editorji News Desk

গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। পঞ্জাব এফসির পর প্রথম কোনও ক্লাব, যারা এবার আইএসএলে যোগ্যতা অর্জন করেছে। সোমবার অভিষেক ম্যাচে তাঁদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। সদ্য মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে চ্যাম্পিয়ন তাঁরা। তাই মহমেডানের কাছে এই লড়াই বেশ কঠিন। সোমবার প্রথম একাদশ কেমন হবে মহমেডানের! 

আইএসএলের আগে বড় চিন্তা, মহমেডানের কি প্লেয়ার আব্দুল কাদরি মহম্মদের চোট। গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এই চোটে গোটা মরশুম দলের হয়ে নামতে পারবেন না কাদিরি। কোচ আন্দ্রে চেরনিশভ জানিয়েছেন, তাঁর না থাকা দলের কাছে বড় ক্ষতি। উয়েফা ইউরোপা লিগে এফসি ডায়নামো কিয়েভের হয়ে খেলতেন কাদিরি। ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার ব্যাক, দুটি পজিশনেই খেলতে পারেন। তাঁর বিকল্প পাওয়া বেশ কঠিন মহমেডান স্পোর্টিংয়ের। তা মেনে নিচ্ছেন কোচও। শুধু কাদিরি নন, প্রথম ম্যাচে মহমেডান পাবে না মহম্মদ জাসিমকেও। থাকছেন না কেরালা ব্লাস্টার্স থেকে লোনে যোগ দেওয়া ফুটবলার বিকাশ সিংও। 

মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ জানিয়েছেন, "অনুশীলনে তরুণ ফুটবলারদের অনেক পরামর্শ দেয় কাদিরি। যা ফুটবলের অন্যতম অংশ। এই মরশুমে ওর না থাকা সত্যি আমাদের জন্য বড় ক্ষতি। ওই জায়গায় একজন ভাল ফুটবলার প্রয়োজন। দীর্ঘদিন কাদিরি দলের সঙ্গে থাকতে পারবেন না।  তাই এমন ফুটবলারকে দলে নিতে হবে, যে আইএসএলে দলকে সামলাতে পারবে।" 

ময়দানের দুই প্রধানের শুরুটা ভাল না হয়নি। ফলে ক্রমশই চাপ বাড়ছে মহামেডানের উপর। একেই প্রথম আইএসএল। তার উপর প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। সব দিক মাথায় রেখেই দলকে প্রস্তুত রাখতে চাইছেন চেরনিশভ।  

mohammedan sc

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও