আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে আরও চার ধাপ নেমে গেল ভারতীয় ফুটবল টিম। গত নভেম্বরেও ১০০-র মধ্যে ছিল সুনীল ছেত্রিদের র্যাঙ্কিং। কিন্তু ধীরে ধীরে তালিকার আরও নীচের দিকে নেমে একেবারে ১২১ এ পৌঁছে গেল ভারত।
বুধবার ফিফা র্যাঙ্কিংয়ের তালিকা ঘোষণা করেছে। আর এই তালিকায় দেখা গিয়েছে ১২১ নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল। মাস খানেক আগেও ১১৭ র্যাঙ্ক ছিল ভারতের, কিন্তু আফগানিস্তানের কাছে প্রাক বিশ্বকাপের ম্যাচে ১-২ গোলে হারের কারণে আরও চার ধাপ পড়ে গেল ভারতের র্যাঙ্ক।
আরও পড়ুন - দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, কেন জানেন?
আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে। এই ম্যাচে ভারত হেরে গেলে তালিকার আরও নীচের দিকে নেমে যাবে র্যাঙ্ক।